মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বালুর স্তুপের নীচ থেকে রুহুল আমীন (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান এই লাশ উদ্ধার করেন।
হত্যার রহস্যে উৎঘাঠনে জিজ্ঞাসাবাদের জন্য নিহত রুহুলের সৎ মা, বাবা ও সৎ ভাইকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
রুহুল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (শাহবাজপুর) গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রুহুল আমীন কালিকাপুর থেকে ধরমন্ডলের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হয়। পরদিন তার বাবা সিদ্দিক আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
মঙ্গলবার সন্ধ্যায় রুহুল আমীনদের কালিকাপুরের বাড়ির পাশের একটি বালির স্তুপ থেকে কুকুর তার মরদেহ টেনে বের করে। পরে তার বোন গিয়ে রুহুলের লাশ সনাক্ত করে পুলিশকে খবর দেয়া হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে।