1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

হবিগঞ্জে বয়স হলেও বিয়ে করায়নি পরিবার : অতঃপর নিজ লিঙ্গ কর্তন করল যুবক

নিজস্ব প্রতিনিধি: বিয়ে না করানোর কারণে নিজের লিঙ্গ নিজেই কর্তন করল হৃদয় সরকার (১৮) নামে এক যুবক। রবিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার নয়াহাটি এলাকায় এ ঘটনাটি ঘটে।

হৃদয় ওই এলাকার অভিনাশ সরকারের পুত্র সে দীর্ঘদিন ধরে শহরে দর্জির কাজ করে আসছে।

হৃদয়ের দাবি, তার বয়স হয়েছে। কিন্তু তাকে বিয়ে করানো হচ্ছে না।
পুলিশ জানান, কিছু দিন ধরে বিয়ের জন্য উতলা হয়ে উঠে হৃদয়। বার বার পরিবার কাছে সে বিয়ে দাবি জানায়। কিন্তু বিয়ের বয়স হয়নি বলে তার পরিবার তাকে বিয়ে করায়নি। এতে সে রাগে ও অভিমানে নিজের লিঙ্গ কর্তনের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক রবিবার সকালে শহরের ঘাটিয়া বাজার থেকে ১০ টাকা দিয়ে একটি ব্ল্যাট কিনে। পরে সে সেখানে অবস্থিত একটি মন্দিরের ভেতরে গিয়ে সকলের অগোচরে নিজের লিঙ্গ শরির থেকে বিচ্ছিন্ন করে দেয়।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর