নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন মাহমুদুল কবির মুরাদ।
আজ সোমবার (৫মার্চ) তিনি দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
রোববার তিনি হবিগঞ্জে এসে পৌছেছেন।
এদিকে, হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মনীষ চাকমাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে উপ-সচিব পদে বদলীপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৭ মাস হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনীষ চাকমা। বিদায়ী জেলা প্রশাসক মনীষ চাকমা হবিগঞ্জে যোগদানের পর থেকেই দক্ষতার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি হবিগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য নিরসনসহ প্রতিটি ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন।