চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি প্রবীন মুরব্বী আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৮) হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চুনারুঘাট মধ্যবাজারে চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বিশাল মানব বন্ধন পালন করা হয়।
সোমবার (৫ মার্চ) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার সকল দোকানপাঠ বন্ধ রেখে দোকান মালিক ও কর্মচারীসহ সকল স্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়। পরে মানববন্ধন এক জনসভায় পরিণত হয়।
ব্যবসায়ী আলহাজ্ব সালাম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন, সাবেক পিপি আকবর হোসেন জিতু, হবিগঞ্জ ব্যকস এর সভাপতি মোঃ শামছুল হুদা, চুনারুঘাট ব্যকস এর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ও ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইসমাইল হোসেন বাচ্চু, হাজী আলীম উল্লার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফছার আহমেদ তালুকদার, শাছুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুর আলী, সিসিটিএন এর পরিচালক মোঃ নাছির উদ্দিন, মাওলানা আতাহার আলী, আজগর আলী, মোঃ শফিউল আলম জুয়েল, সাজিদুল ইসলাম সাজিদ, বিলাল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, একজন আকল মিয়াকেই খুন করা হয়নি চুনারুঘাটের সকল মানুষকে খুন করা হয়েছে। অবিলম্বে খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে আরও কঠিন কর্মসূচী দেয়া হবে।