1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

বাহুবলে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল সিএনজি অটোরিক্সা চাপায় মোতাব্বির হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার উত্তরসুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু উত্তরসুর গ্রামের অাফরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর চা বাগান থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে বাহুবল বাজার অসার পথে উত্তরসুর ফুটবল খেলার মাঠের কাছে পৌঁছলে গাড়ীর নিচে চাপা পড়ে শিশু।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার মুফিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

     এই ক্যাটাগরীর আরো খবর