মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে কালিকাপুর গ্রামের বাছির মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, তারেক বাড়ির পার্শ্ববর্তী হাওরে জমিতে সেচ দেওয়ার জন্য মেশিন মিয়ে মাঠে যায়। এসময় জমিতে সেচ দেওয়ার এক পর্যায়ে অসাবধান বশতঃ বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়।
পরে তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।