বিজ্ঞপ্তিঃ ঢাকা কাবিরিয়ানী হাউজ এন্ড চটপটি ফুসকা
স্থান:(সাবেক সোনার বাংলা হোটেল মধ্যবাজার) চুনারুঘাট।
যেকোনো অর্ডার এর জন্য নিচের নাম্বার এ যোগাযোগ করুন।
01748374342
01730677897
(চুনারুঘাট উত্তর বাজার সেবা ডায়াগনস্টিক চেন্টার ও এর এর আশে পাশে দোকান ও বাসা হইতে দক্ষিণ বাজার ক্রস রোড পর্যন্ত, ফ্রি হোম ডেলিবারি দেওয়া হয়।)
অর্ডার নেওয়ার সময় : প্রতিদিন দুপুর ১২:০০ ঘটিকা হইতে সন্ধা ০৭:০০ ঘটিকা পর্যন্ত।
ফ্রি হোম ডেলিবারির নিয়ম:
১: সর্ব নিম্ন ২০০ টাকার উপরে অর্ডার দিতে হবে।
২: মালামাল বুঝিয়া পাওয়ার সাথে সাথেই টাকা পরিষৎ করিতে হবে।
৩: অর্ডারকিত মাল ফিরত দেওয়া যাবে না।
৪: অর্ডার দেওয়ার পরে মিনিমাম দুই ঘন্টা সময় দিতে হবে।
৫: :উপরে উল্লেখিত এলাকা ছাড়া অন্য কোথাওর অর্ডার গ্রহণযোগ্য হবে না।
৬: যে কোন সময় কর্তিপক্ষের সিদ্ধান্ত রদবদল হইতে পারে। এবং কর্তিপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত বলে ঘন্য হবে।
মনোরম পরিবেশ ও দক্ষ কারিগর দ্বারা পরিচালিত
রুচিশীল সব খাবার নিয়ে।
ঢাকা বিরিয়ানী হাউজ আপনাদের সেবায় সার্বক্ষণিক
নিয়জিত থাকিবে। ইনশাআল্লাহ্।