নুর উদ্দিন সুমন : বাহুবলে র্যাবের হাতে ৪৮০ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (২৭মার্চ) রাত ১০ টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা তিতার কোনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যবসায়ীরা হলেন-বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ভূগলী গ্রামের ছিদ্দিক আলীর পুত্র কাজল মিয়া (২৫) একই গ্রামের তয়ৈব মিয়ার পুত্র ছায়েদ আলী ও চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের সিড়িকান্দি গ্রামের হাজ্বী আইয়ুব মিয়ার পুত্র কামাল মিয়া (২৭)। বাহুবল বডেল থানার ওসি ( তদন্ত) দস্তগীর আহাম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮০ পিস ইয়াবাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।