1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

বিউটি হত্যাকান্ডের আসামী বাবুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আলোচিত বিউটি ধর্ষণ ও হত্যা মামলায় আসামী বাবুল মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালের নিমতলায় ‘হবিগঞ্জ নাগরিক’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন বাসদ নেতা জুনায়েদ আহমেদ, নাগরিক ফোরাম নেতা কামরুল ইসলাম, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির নেতা পীযুষ চক্রর্বতী, অ্যাডভোকেট মুরালী ধর, ন্যাপ নেতা এমএ মোত্তালিব, বার এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।

বক্তারা অবিলম্বে এ মামলায় দ্রুত চার্জশীট প্রদান করে ঘাতক বাবুল মিয়ার ফাঁসির দাবি জানান।

     এই ক্যাটাগরীর আরো খবর