জনমত নিউজ : কোয়ারির ব্যানারে ও আড়ালে ব্যক্তি মালিকানাধীন জমি হতে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৩ এপ্রিল) উপজেলার গাজীপুর ইউনিয়নের 5 নং ও 9 নং ওয়ার্ডে (সীমান্তের 200 মিটারের মধ্যে) অবৈধভাবে ব্যক্তিমালিকানাধীন জমি হতে জোরপূর্বক বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় 9টি শক্তিশালী অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ধবংস করা হয় এবং উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। এসব জব্দ ও ধ্বংস করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী। এলাকাবাসীর অভিযোগ কোয়ারীর মহালদার নামধারী এসব শক্তিশালী চক্র তাদেরকে ভয়ভীতি দেখিয়ে কখনও বা মামলা করে জোরপূর্বক দীর্ঘদিন ধরে এ সকল ব্যক্তিমালিকানা কৃষিজমিতে 20-25 ফুট গর্ত করে বালু উত্তোলন করে ভুমি ধসের মতো প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছে। এলাকার মানুষগুলো খুব অসহায় বোধ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত মামলা রুজুর নির্দেশ প্রদান করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
(বিঃদ্রঃ : লেখাটি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এর ফেইজবুক থেকে কপি করা হয়েছে।)