রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলার দক্ষ ও চৌকস নির্বাহী অফিসার হিসেবে খ্যাত কাইজার মোহাম্মদ ফারাবী এর পদোন্নতি হয়েছে। গত বৃহস্পতিবার ২৭ তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ১ম পদোন্নতিটিই হয় তাঁর। কর্মদক্ষতা ও যোগ্যতার প্রমাণে তাকে নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি প্রদান করা হয়েছে।
কাইজার মোহাম্মদ ফারাবী ব্রাহ্মণবাড়িয়ার সদর জেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি ২ পুত্র সন্তানের জনক।
আগামী মে মাসে নোয়াখালী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন তিনি।
কাইজার মোহাম্মদ ফারাবী এর এ সাফল্যে জনমত নিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক।