চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ৫০ পিস ইয়াবাসহ মর্তুজ আলী (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বুধবার বেলা ২টার দিকে পৌর শহরের চন্দনা এলাকা থেকে আটক করা হয়।
সে পৌরসভার দক্ষিণ চন্দনা গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই কবির হোসেন ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকের নির্দিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।