1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটের শ্রীকুটা বাজারের অদূরে গাঁজাবাহী সিএনজিতে আগুন

ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজি দিয়ে গাঁজা পাচারের সময় চলন্ত সিএনজি অটোরিক্সাতে আগুন ধরে গিয়ে জ্বলছিল সিএনজি অটোরিক্সায়।

বুধবার (১৮ এপ্রিল) রাত ৯টায় উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ পুড়াতন মহাসড়কের শ্রীকুটা বাজারের অদূরে নরপতি বাঁধ নামক স্থানে এ দুর্ঘটনায় পতিত হয় সিএনজি অটোরিক্সাটি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিক্সার গ্যাস সিলিন্ডার ও ইঞ্জিনের পিছনে রেখে গাঁজা পাচার করছিল সিএনজি অটোরিক্সটি। চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে শ্রীকুটা পার হলে অটোরিক্সাটিতে আগুন ধরে যায়। জ্বলতে থাকে সিএনজি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রন করলেও সিএনজিটি সম্পূর্ণ পুড়ে চাই হয়ে যায়।

চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামানের সাথে মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

     এই ক্যাটাগরীর আরো খবর