নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে বিষপানে আবুল খয়ের (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত কৃষক ওই গ্রামের আব্দুল বারিকের পুত্র।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে তার স্ত্রী লিলবানুর সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরে থাকা ইদুরের ঔষধ বুলেট সেবন করে ছটফট করতে থাকেন।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ২টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।