নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে স্বামীর বাড়ি থেকে মিনু বেগম নামের দুই সন্তানের জননী গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের দাবি মিনু বেগমকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন হত্যা করেছে। অপর দিকে স্বামীর লোকজনদের দাবি নিহত মিনু বেগমের মৃগী রোগ ছিল সে কারণে পানি ডুবে মারা গেছে। তবে পুলিশ বলছে ময়না তদন্ত ছাড়া মিনুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।
বৃহস্পতিবার বিকেলে মিনু পরিবারের লোকজন সংবাদ পান সে পানিতে পড়ে মারা গেছে। তারা গিয়ে দেখেন স্বামীরা বাড়ির লোকজন তার লাশ দাফনে প্রস্তুতি সম্পন্ন করেছেন। এসময় লাশ দেখে তাদের সন্দেহ হলে দাফন না করার জন্য বাধা দেন।
সারাদিন নিহত মিনুর লাশ বাড়িতে থাকার পর রাত ১২টা দিকে অতিরিক্তি পুলিশ সুপার দক্ষিণ সার্কেল রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক, এসআই আবু নাঈম নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনুর লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।