চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে এম,কে ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকাল ৩টায় পৌর শহরের মুসলিম প্লাজায় ফিতা কেটে উদ্বোধন করেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার কামরুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়। উদ্বোধন পূর্বে আলোচনা সভায় এম,কে ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু’র সভাপতিত্বে ও চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সেক্রেটারি বিদ্যুৎ পালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-সাবেক চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর মহালদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকউিটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, আব্দুল আউয়াল মাষ্টার, ইন্তাজ উল্লা মাষ্টার, চুনারুঘাট ব্যাকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সেক্রেটারি ছিদ্দিকুর রহমান মাসুদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহির মিয়া মহালদার, বিশিষ্ট মলুব্বি চুরুক আলী মীর, চুনারুঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ আওয়াল আরজু মিয়া মাষ্টার, আঃ ছমদ মাষ্টার, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী সাইদুর রহমান রানা, চুনারুঘাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সেক্রেটারি জামাল হোসেন লিটন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমূখ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-এম.কে ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালকবৃন্দ মোঃ গিয়াস উদ্দিন, প্যানেল মেয়র মোঃ তাজুল ইসলাম কাজল, মোঃ আলাউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল,মোঃ রওশন মজুমদার,মোঃ জালাল মিয়া,মোঃ নাসির উদ্দিন,মোঃ ফয়সল মজুমদার, মোঃ শাহ্ নেওয়াজ, মোঃ শওকত হোসেন।