চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যা মামলায় আটক সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা জজ আদালত থেকে তিনি জামিন লাভ করেন। তার পক্ষে সিনিয়র আইনজীবি এডভোকেট ত্রিলোক কান্তি চোধুরী বিজনের নেতৃত্বে সিনিয়র ও জুনিয়র অর্ধশত আইনজীবি আদালতে জামিনের আবেদন করেন। গতকাল বিকেল ৫টায় তিনি চুনারুঘাট পৌঁছলে তাঁকে হাজার হাজার মানুষ স্বাগত জানায়। এসময় চুনারুঘাট মধ্যবাজারে হাজার হাজার নেতাকর্মীসহ ব্যবসায়ীদের এক সমাবেশে উপজলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী ও সাইফুল আলম রুবেল বক্তব্য রাখেন। এসময় বিভিন রাজনতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিভিন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পুর্বে কয়েকশ’ মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাঁকে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট নিয়ে আসেন।
উল্লেখ্য, গত ১ মার্চ ভোর সাড়ে ৫টায় হাজী আবুল হোসেন আকল মিয়া বাসা থেকে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের হাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল ইসলাম বকুল বাদী হয়ে ৪ জনের নামে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলমকে ৩নং আসামী জসিম উদ্দিন শামীমের ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে নাম আসায় তাঁকে গত ৩১ মার্চ চুনারুঘাটের উত্তর বাজারের নিজ কার্যালয়ে থেকে গ্রেফতার করা হয়।