জনমত নিউজ : রুবেল মুন্ডা, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ের কাছেই দূর সম্পর্কের নানা-নানীর কাছে ছোট দুই ভাইসহ থাকে। মা মারা গেলে বাবা নতুন বিয়ে করে অন্যত্র চলে যায়। পরীক্ষার ফিস জোগাড় করতে না পারায় ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষা দেয়া হয়নি। এখন অন্যের গরু ছাগল মাঠে নিয়ে যায়। গাদাছড়ায় মোবাইল কোর্ট পরিচালনাকালীন রুবেলের সাথে আলাপচারিতা। সে লেখাপড়া করতে চায়। সংশ্লিষ্ট ইউপি মেম্বারকে বললাম তাঁকে অফিসে নিয়ে আসতে।
ইউনিয়নের সুবে সাদিক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে তাঁকে সম্পূর্ণ বিনা বেতন ও ফিসে পুণরায় ভর্তি করানো হয়েছে। দুই সেট নতুন জামা, সকল বই, খাতা কলম ও স্কুল ব্যাগ দেয়া হয়েছে। কিছু সরকারি অনুদানের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে।
তুমি জয়ী হও রুবেল।
(সূত্র : চুনারুঘাট ইউএনও মহোদয়ের ফেইসবুক পোষ্ট থেকে)