মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ মে)) সকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।
ভেটেরিনারী ফিল্ড এসিসটেন্ট ফরিদ মিয়ার সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইছহাক মিয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব সুত্রধর, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, ফারুক পাঠান, প্রেসক্লাব সভাপতি কাউছার মোল্লা, সাধারন সম্পাদক সাব্বির হাসান প্রমুখ।