জনমত নিউজ : আজ ২০/৫/১৮ ইং রাত ০৮:৪৫ মিনিট চুনারুঘাট থানার এস আই অলক বড়ুয়ার নেতৃত্বে পাইকপাড়া ইউনিয়ন কাঠালবাড়ী রহিমা খাতুন এর বসতবাড়ী হইতে মাদক ব্যবসার সহিত জড়িত ১!রাজিব তালুকদার(২৪) পিতা আ:জলিল সাং দেউন্দি খা বাড়ি ২! মারাজ(২৮) পিতা মোহাম্মদ আলী সাং কাঠালবাড়ি ৩! রহিমা(৪০) স্বামী নেয়ামত আলী সাং কাঠালবাড়ি থানা চুনারুঘাট জেলা হবিগজ এর হেফাজত হইতে ০২ কেজি গাজা উদ্ধার করা হয়।
সূত্র : চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান এর ফেইসবুক পোষ্ট।