নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। আজ সোমবার সকালে উপজেলার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ইকবাল সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে আপনারাসহ যারা জড়িত, আমি সবাইকে সম্মান করি। আমি সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে সামনে জোড়ালোভাবে অগ্রসর হতে পারব। এ উপজেলার উন্নয়নে অবদান রাখতে চাই। তিনি আরো বলেন, সমাজের অনেক প্রতিবন্ধকতা আপনাদের সহযোগিতায় উত্তরণ করা সম্ভব। তিনি বলেন, চুনারুঘাটের মানুষের সহযোগিতা পেলে উপজেলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আপনাদের ইতিবাচক মন-মানসিকতা আমাকে মুগ্ধ করেছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ মহিদ চৌধুরী, ইসমাঈল হোসেন বাচ্চু, মোঃ জাহাঙ্গীর আলম, জুনাঈদ আহমদ, মনিরুজ্জামান তাহের, ফখরুদ্দিন আবদাল, চুনারুঘাট রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সহ সভাপতি মোঃ হাসান আলী, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন সুমন, যুগ্ম সাধারন সম্পাদক আজিজুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ প্রমুখ।
এ সময় সাংবাদিকরা চুনারুঘাট পৌর শহরের যানজট ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এছাড়াও বাল্যবিবাহ অবৈধ বালু উত্তোলনসহ সকল অপরাধমুলক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী উত্তাপন করা হয়। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ব্র্যাক কমতায় কর্মসূচির অফিসার অল্লিকা দাস, স্বপন সাই।