শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহর থেকে গাঁজাসহ জয়ন্তি রবি দাস (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের দাউদনগর বাজারের মুচি বাড়ী থেকে তাকে আটক করা হয়। জয়ন্তি রবি দাসের স্বামী ময়না রবি দাস।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মুচি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার এসআই দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।