চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সম্রাট “গাঁজা চাচা” হাছন অালীকে অাটক করেছে পুলিশ।
রোববার (২৭ মে) সকাল ৮টা বাজার কিছু অাগে উপজেলার কড়ইটিলা নামক স্থান থেকে তাকে অাটক করা হয়।
অাটককৃত হাছন অালী সুন্দরপুর গ্রামের মৃত হায়দার অালীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা সহ তাকে অাটক করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম অাজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ২০ কেজি মাদক উদ্ধারের মামলা আছে।