নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামে দুদল লোকের সংঘর্ষে মহিলা ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৯ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জানায়, ওই গ্রামের আবিদুল ইসলামের সাথে নুরুল হকের জমিজামা নিয়ে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জেরধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় আবিদুল ইসলাম, সামছুল হক, গোলাম কবির, নুরুল হক কবির, বশির আহমেদ, নাজমুন্নাহার ও জাহাঙ্গীরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।