ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জের সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের জামিন মঞ্জুর করেছে অাদালত।
রোববার (৩ জুন) বেলা ১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন।
এর অাগে অ্যাডভোকেট রুহুল হাসান শরীফসহ শতাধিক অাইনজীবি জামিন অাবেদনে অংশ গ্রহন করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে পুলিশ মাদকের মিথ্যা অভিযোগ দিয়ে বাসা থেকে ধরে নিয়ে অাসে, পরে থানায় এনে জ্বলন্ত মোমবাতির চ্যাকা দিয়ে নির্যাতন করে কারাগারে প্রেরন করে।