চুনারুঘাট প্রতিনিধি: ইউকে ভিত্তিক চ্যানেল এস এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ অমানবিক নির্যাতন করার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) বিকাল সাড়ে ৫টায় চুনারুঘাট পৌর শহরের থানা গেইটে চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন বাচ্চু, মনিরুজ্জামান তাহের, এস. এম. সুলতান খান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম সম্পাদক আজিজুল হক নাসির, মোঃ ওয়াহেদ আলী, আলহাজ্ব আব্দুল আউয়াল, ফারুক মিয়া, শংকর শীল, রুবেল তালুকদার, সাইফুর রহমান রাব্বী প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন ও কাউন্সিলর আব্দুল হান্নান।