ষ্টাফ রিপোর্টার : চলমান মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে দায়িত্ব ও কর্মনিষ্ঠতায় হবিগঞ্জ জেলায় প্রথম হয়েছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান।
মঙ্গলবার (১২ জুন) সকালে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে মাসিক ও কল্যাণ সভায় হবিগঞ্জ পুলিশ সুপার বিধান কুমার ত্রিপুরা ওসি আজমিরুজ্জামানকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভূঁইয়া সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
উনার এ সাফল্যে জনমত নিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।