নুর উদ্দিন সুমন : চুনারুঘাটে মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বীজের মান পরীক্ষা সংক্রান্ত ও উদ্ভুদ্ধকরণ, বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার (২২জুন) উপজেলা সভা কক্ষে কৃষি মন্ত্রণালয়ের বীজ প্রত্যয়ন এজেন্সির ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগার কর্মসূচি দিনব্যাপী মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বীজের মান পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ১শ ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন,। কৃষি মন্ত্রণালয়ের বীজ প্রত্যয়ন এজেন্সির ভ্রাম্যমাণ বীজ পরীক্ষার কর্মসূচি দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেন। এতে কৃষকদের মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব, বিভিন্ন মানের বীজের ধরণ, মানসম্মত বীজ উৎপাদন ও ব্যবহার, বীজের আর্দ্রতা, ভেজাল ছাড়াও অঙ্কুরোদগম ক্ষমতা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন কৃষি মন্ত্রণালয়ের উপ পরিচালক শ্রী নিবাস দেবনাথ, বীজ এজেন্সির উপ-পরিচালক এবং ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগার কর্মসূচির পরিচালক মোঃ নূরুল ইসলাম পাটোয়ারি,জেলা বিজ প্রত্যয় অফিসার তমিজ উদ্দিন, চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সরকার ।
প্রশিক্ষণে উপজেলার ১৩০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এছাড়া পজেলা সভাকক্ষ ও অডিটোরিয়ামে পৃথকভাবে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়