মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারয়নখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী উপজেলার উপজেলার বড়ধলিয়া গ্রামের মৃত ওয়ালী মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ্দুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ নয়াপাড়া ইউনয়িনের নারায়নখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুক্তাদির হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সে একটি বন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।