চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের মৃত সিফত উল্লার পুত্র মোঃ রিপন মিয়া (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের আব্দুর রউফ মাস্টারের বাড়ীর সামনে থেকে রিপন মিয়ার লাশ পড়ে থাকা অবস্থায় স্থানীয় এলাকাবাসীরা চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়য়। তৎক্ষণাত চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান এর নেতৃত্বে এসআই মোঃ নাজমুল, এ.এস.আই আলমাছ মিয়া, এ.এস.আই আউলাদ মিয়া সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
সঠিকভাবে এ ঘটনার কোনো তথ্য পাওয়া না গেলেও রিপন মিয়ার মুখমন্ডলে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যা না অন্য কিছু এ নিয়ে চলছে রহস্য। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।
নিহত রিপন মিয়া পেশায় একজন দিনমজুর ছিল।