1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে খোয়াই নদী থেকে হাত-মুখ বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি : খোয়াই নদীর চুনারুঘাট পৌরসভার বাঘবাড়ি নামক স্থানে হাত-মুখে কসটেপ দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবক (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন অজ্ঞাত যুবক খোয়াই নদীর ছড়ার পানিতে ভেসে আছে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজনের ধারণা, পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করা হয়েছে।
নিহত যুবকের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পড়নে নীল রঙ্গের শার্ট ও কাল প্যান্ট রয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর