চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৯ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের বাল্লা রোডে ওই ছাত্রীর বাসায় গিয়ে এ বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ নাথ দেব, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, ইউএনও অফিসের নাজির কৃষ্ণ কুমার সিংহ প্রমুখ।