সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার দ্বাদশ সম্মেলনে কমরেড মুনসুরুল আলমকে সভাপতি ও এ্যাডভোকেট আবু সায়েমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন উপলক্ষে শনিবার সকালে পৌর অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
শেষে কমরেড মুনসুরল আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আক্তার হোসেন রাজা, এ্যাডভোকটে আবু সায়েম, এ.বি.এম তুফান, লিটন, দীপেন্দ্র নাথ রায়, সমির শাহজাহান প্রভাত, রফিকুল ইসলাম, মর্তুজা আলম উপস্থিত ছিলেন।