1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটের তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় ফুটবল খেলায় রানার আপ

চুনারুঘাট প্রতিনিধি : আন্তঃস্কুল মাদ্রাসার মাধ্যমিক পর্যায়ের গ্রীস্মকালীন খেলাধুলা প্রতিযোগিতায় নারী ফুটবল ফাইনাল খেলায় চুনারুঘাটের তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় কুমিল্লায় আঞ্চলিক পর্যায়ে রানার আপ হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কুমিল্লা জিলা স্কুল মাঠে চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারায়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মোহাম্মদ হোসেন। এতে বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রধান শিক্ষকগণ ও কুমিল্লা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

চা বাগানের এসব কিশোরী বিভাগ জয় করে আঞ্চলিক পর্যায়ে রানার আপ অর্জন করায় চুনারুঘাটবাসীর মধ্যে আনন্দের সীমা নেই। চা বাগানের এ কিশোরীরা বিভাগ বিজয় করে আঞ্চলিক পর্যায়ের খেলায় অনুর্দ্ধ ১৬ জাতীয় দলের ৬ তারকা সমৃদ্ধ রাঙ্গামাটির এ দলের কাছে ১ গোলে হারলেও চুনারুঘাটবাসী তথা হবিগঞ্জবাসী মনে করছেন আরেক কলসিন্দুরের মেয়েরা জন্ম নিবে চুনারুঘাটের চা বাগানে।

তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের চা শ্রমিকের কিশোরী কন্যারা প্রথমে চুনারুঘাট উপজেলা পর্যায়ে বিজয়ী হয়। পরে চা বাগানে কিশোরীরা জেলা পর্যায়ে প্রথমে সেমিফাইনাল ও পরে ফাইনাল খেলে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

৫ আগষ্ট তারা অপর বিজয়ী মৌলভী বাজার জেলাকে হারিয়ে বিভাগ চ্যাম্পিয়ন হয়।

এ বিদ্যালয়েল প্রতিষ্ঠাতা চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, আমি চাই আমার চুনারুঘাটের ছেলে মেয়েরা শিক্ষার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে যাবে।

এবছর তারা রানার আপ হয়েছে। আশা করি আগামীতে তারা আঞ্চলিক পর্যায় জয় করে জাতীয় পর্যায়ে খেলবে।

     এই ক্যাটাগরীর আরো খবর