মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির দায়ে মাধপুর বাজারের হরিপাল স্টোরের মালিককে ৫ হাজার টাকা ও একেই অভিযোগে বাসট্যান্ড এলাকার ইত্যাদি স্টোরের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে তিনি মাধবপুর বাজারের সব ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা করেন এবং ভোক্তা আইন সর্ম্পকে ব্যবসায়ীদের ধারনা দিয়ে সর্তক করে দেয়া হয়।