চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার রানীগাঁও ইউপির কোনারগাঁও গ্রামের পূর্বাংশে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন, প্রধান অতিথি চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি। উদ্বোধন পূর্বে আলোচনা সভায় প্রবীণ আওয়ামীলীগ নেতা খালেক্টর নূর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাটিয়াজুড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাষ্টার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, এমপির ব্যক্তিগত সহকারী মোছাব্বির হোসেন বেলাল, পল্লী বিদ্যুৎ চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম কাজী শওকাতুল আলম, সদর ইউপি আওয়ামীলীগের সেক্রেটারি রহিস উল্লাহ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার সহ আরো অনেকে।