1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে মুখপোড়া হনুমান অবমুক্ত

রায়হান আহমেদ : চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে মুখপোড়া হনুমান অবমুক্ত করা হয়েছে । গতকাল শুক্রবার বিকেলে মুখপোড়া হনুমান অবমুক্ত করেন সিএমসির সভাপতি ও দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী । এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ রেঞ্জ অফিসার রেহান মাহমুদ, সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন, সিএমসির সহ-সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, ভিট অফিসার আবুল কালাম শামছুদ্দিন সহ বন বিভাগের কর্মকর্তা ও সিএমসির সদস্যবৃন্দ।
গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামবাসী আটক করেন। পরে হবিগঞ্জ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ প্রাণীটিকে উদ্ধার করে সাতছড়ি জাতীয় উদ্যানে সিএমএসির নিকট হস্তান্তর করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর