রায়হান আহমেদ : “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এ শ্লোগানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার সকালে এ উপলক্ষে প্রথমে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মহড়া পরে উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, চুনারুঘাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। বিশেষ অতিথি ছিলেন, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী মোঃ মনিরুজ্জামান, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, জাইকা কর্মকর্তা বিপ্লব হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন জমদ্দার, জনমত নিউজ এর সম্পাদক রায়হান আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, চুনারুঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, উপজেলা পরিষদের সিও ওয়াহিদুল ইসলাম সুমন, লিটন মিয়া সহ আরো অনেকে।