চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের উপজেলা হিউম্যান রাইটস্-এর চেয়ারম্যান সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ-এর পুত্র শেখ মোঃ আরাফাত আল হাদী’র ৭ম জন্মবার্ষিকী উপলক্ষে তার নিজ বাড়ি চাটপাড়ায় হাদী’র সুস্থ,সুন্দর জীবন গঠন ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।ফুটন্ত গোলাপের ন্যায় তার নিষ্পাপ জীবন গঠনে সকলের নিকট দোয়া কামনা করেছেন হাদী’র মা-বাবা,চাচ্চু, ফুফু,খালা,দাদু,নানা।