1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

সিএনজি-টমটম সংঘর্ষে সাংবাদিক শেখ হারুন সহ আহত ৬

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জে টমটম-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক সহ ৬জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে হবিগঞ্জের ২নং পুলে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন, চুনারুঘাটের সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ, উভয় গাড়ির চালক ও যাত্রীসহ ৬ জন। জানা যায়, সিএনজির সামনের চাকার এক্সেল ভেঙ্গে চাকাটি উড়ে গেলে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপালে ভর্তি করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর