রায়হান আহমেদ : বাংলাদেশ সরকারের নির্দেশনায় সারা দেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষক মীর জোবায়ের আলমকে ৫০ শতাংশ ভর্তুকিতে ১টি রিপার (ধান কাটার মেশিন) প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (২য় পর্যায়ের) আওতায় এ ধান খাটার মেশিন প্রদান করা হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ইকবাল। প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, উপজেলা সমবায় অফিসার মোঃ এমরানুল হক, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, নুর উদ্দিন সুমন, রায়হান আহমেদ, জিলানি আখঞ্জী প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা কৃষক জুবায়ের আলমকে উক্ত রিপার (ধান কাটার মেশিন) হস্তান্তর করেন।