চুনারুঘাট প্রতিনিধি : জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ২৩ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ড.আহমদ আব্দুল কাদের গতকাল মাধপুর-চুনারুঘাটে পৃথক পৃথক নির্বাচনী প্রচারনা করেছেন। সকাল ১১টায় মাধবপুর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ভোধন শেষে বেলা ২ টায় আগুনে পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়া সায়হাম তোলা মিল পরিদর্শন করেন।পরে চুনারুঘাট দলীয় কার্যালয়ে উপজেলার সর্বস্তরের ওলামাদের সাথে ও সন্ধ্যা ৬টায় পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু’র সাথে মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিস-এর সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী,হবিগঞ্জ-৪ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী প্রভাষক মোঃ আব্দুল করিম,মাওলানা নিয়াজুর রহমান নিয়াজ,এডভোকেট সারোয়ার রহমান চৌধুরী শামীম,মাওলানা গিয়াস উদ্দিন,তাজুল ইসলাম,মুজিবুর রহমান বাহার,মোঃ সালাউদ্দিন,হাজী মোঃ শাহীন,আব্দুল কাইয়ূম জাকি,ডাঃ নজরুল ইসলাম,ছাত্র মজলিসের জেলা সভাপতি শিব্বির রহমান আবির,সহ-সভাপতি মোঃ মোশাহিদ আলী সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে ২৩দলীয় ঐক্যফ্রন্টের মনোনীত হবিগঞ্জ-৪ নির্বাচনী এলাকার প্রার্থী ড.আহমদ আব্দুল কাদের বলেন, মাধবপুর-চুনারুঘাটের জনগনের অধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।