নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে সানরাইজ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল পরিচালনা কমিটি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন সাহা নিরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল চন্দ্র ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো:আব্দুর রব, ৫নং লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, শ্রমিক নেতা আশকার আলী, পাঁচ গ্রাম নেতা ফয়সল আহমদ, মীর মাহমুদুল হোসেন ইউসুফ, হাবিবুর রহমান মাষ্টার, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, দিদার আলী মাস্টার, দুলাল মিয়া প্রমুখ।