চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা নামকস্থানে অটোরিক্সা (সিএনজি) মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের মোটরসাইকেল চালক হারুন মিয়া (২৫), চুনারঘাট উপজেলার ইচ্ছাকুটা গ্রামের তারেক মিয়া (১৮), সিএনজি চালক রুবেল মিয়া (২০), অজ্ঞাত যুবক (৩০)।
আহতদের চুনারঘাট ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জনমত নিউজকে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।