রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জ-৪ আসনে নৌকা প্রতিকে মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন,
“দেশের উন্নয়নের ক্ষেত্রে আওয়ামীলীগ সরকারের কোনো বিকল্প নেই। বিগত ১০বছরে আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে, তা স্বরণকালেও হয়নি। দেশ ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সদা নিয়োজিত শেখ হাসিনা সরকার। কৃষক-মজুরের সরকার আওয়ামীলীগ। অসহায় মানুষের আশ্রয় স্থল আওয়ামীলীগ সরকার।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামীলীগ সর্বদাই সচ্ছ ও সাম্যের প্রতিক।”
তিনি আরো বলেন, “দেশের এমন উন্নয়ন চলমান থাকতে হলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সুপ্রসন্ন করুন।”
পরিশেষে তিনি নির্বাচনে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে ব্যস্ত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী এড. মাহবুব আলী চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় নৌকার গণসংযোগ করার সময় এসব কথা বলেন তিনি।
বুধবার দিনব্যাপী আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার রানীগাঁও ইউনিয়নের নাছিমাবাদ চা-বাগান, পারকুল চা-বাগান, কাউয়াতিতা চা-বাগান এবং সাটিয়াজুড়ি ইউনিয়নের সাটিয়াজুড়ি বাজার, সুন্দরপুর রাজার, টিকেরবাজার সহ বিভিন্ন এলাকায় নৌকার প্রচারণা করেন।
পরে বিকেলে চুনারুঘাট পৌর শহরে এড. মাহবুব আলীর পক্ষে গণসংযোগ করেন উপজেলা মহিলা আওয়ামীলীগ। মহিলা আওয়ামীলীগের সাথে এড. মাহবুব আলী পৌর শহরে মানুষের কাছে নৌকায় ভোট চান।
গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব মোঃ কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, যুগ্ন সম্পাদক সাইদুর আলমগীর, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিপন খাঁন, সদস্য রুমন তালুকদার, মিফতা চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর তরফদার, রাকিব তালুকদার প্রমুখ।
সভায় ঐক্যবদ্ধ ভাবে আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়।