চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে মাহবুব আলীর সমর্থনে উনাকে জয়ী করতে প্রচারণা অব্যাহত রেখেছেন জিল্লুল কাদির লস্কর রিমন।
বুধবার দিনব্যাপী সদর ইউপি’র হরিপপুর, নুর মোহাম্মদপুর, গোগাউরা, শাইলগাছ সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নৌকার প্রচারণা করেন তিনি।
এসময় সঙ্গে ছিলেন, সদর ইউপি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ছাবু তরফদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি আকবর হোসেন, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য আনোয়ার হুসাইন, শানখলা ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি সমসু মিয়া তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সফিকুল ইসলাম রুবেল, সায়েব আলী মেম্বার, পৌর যুবলীগের আবুল হোসেন প্রয়াস, শেখ সুমন, পৌর ছাত্রলীগের উজ্জ্বল মিয়া, রুমন মিয়া, মিফতা, রাকিব, পৌর ছাত্রলীগের সজিব, সিজান, রাজিব সহ আরো অনেকে।