রায়হান আহমেদ, চুনারুঘাট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড. মাহবুব আলী এমপি চুনারুঘাটে শেষ প্রচারণা ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার রাত ৯টায় চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজে নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রচারণা ও পথসভায় হাজার মানুষের ঢল নামে।
সভাপতিত্ব করেন মোঃ আকবর হাজী। উবাহাটা ইউপি আওয়ামীলীগের সভাপতি প্রফেসার আব্দুর রউফ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রাসেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, এড. মাহবুব আলী এমপি।
এর আগে চুনারুঘাট পৌর শহরে গণ মিছিল বের করা হয়। মিছিলটি জয় বাংলা, জয় নৌকার ধ্বনিতে চারদিক মুখরিত করে তুলে।
পরে উপজেলার রাণীগাঁও ইউপির গাজীগঞ্জ বাজারে উপজেলার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের নেতৃত্বে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
প্রচারণায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী, সজল দাস, ওয়াহেদ আলী মাস্টার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার,
সুপ্রীম কোর্টের আইনজীবী এড. মোস্তাক বাহার, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, শ্রমিকলীগের সভাপতি খালেদ তরফদার, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, আওয়ামীগ নেতা এস এম শাহীন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, ইফতেখারুল আলম রিপন, সাইদুর আলমগীর, শাহজাহান সামী, মোঃ আব্দুর রহমান হারুন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
এদিকে চুনারুঘাট কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদারের নেতৃত্বে নৌকার শেষ দিনের প্রচারণা করা হয়।