রায়হান আহমেদ : বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকা প্রবাসী মোঃ তাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত চুনারুঘাটের ফুলবাড়ি ইসলামী সুন্নী কেজি স্কুল এন্ড ক্যাডেট মাদ্রাসা এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট উপজেলার সদর ইউপি’র ফুলবাড়ি ইসলামী সুন্নী কেজি স্কুল এন্ড ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান।
সভায় প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। এমদাদুল হক বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কাউছার উল গণি, জেলা শ্রমিক লীগের সদস্য কাউছার আহাম্মদ বাহার, আওয়ামীলীগ নেতা মোঃ কছির মিয়া, প্রিন্সিপাল মাওঃ ক্বারী মোঃ আকছির মিয়া, শিক্ষার্থী সহ আরো অনেকে।