চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের জারুলিয়াতে রাজ মিস্ত্রি কল্যাণ সমিতি ষাড় কাপ ফুলবল টুর্নামেন্টের জমজমাট খেলা চলছে। প্রতিদিন জারুলিয়া বাজারের অদূরে দরবেশ শাহ্ এর মাজার সংলগ্ন মাঠে এ ফুটবল খেলা অনুষ্টিত হয়।খেলায় ১২ দল অংশ গ্রহন করছে।
নকআউট পদ্ধতিতে খেলে গতকাল মঙ্গলবার বাল্লা সূর্যোদয় ক্লাব কে ১-০ গোলে পরাজিত করে চুনারুঘাট রিপন একাদশ।
প্রতিদিনের মত খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরুস্কার তুলে দেন রাজমেস্ত্রী কল্যান সমিতি’র উপদেষ্ঠা সাংবাদিক আঃ রাজ্জাক রাজু।এ সময় আরো উপস্থিত ছিলেন রাজমেস্ত্রী কল্যাণ সমিতি’র সভাপতি নাজমুল ইসলাম ও সেক্রেটারী মনির হোসেন,সাবেক ইউপি সদস্য আঃ ছালাম ইউপি সদস্য নটবর রোদ্রপাল, ধারাভাষ্যদিয়ে দর্শকদের মুগ্ধ করেন বিশিষ্ট ক্রীড়ামোদী কাজী আঃ মান্নান মাষ্টার।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ষাঁড় ও রানার্স আপ দলকে একটি ছাগল দেয়া হবে।