চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের আশরাফ ট্রাভেল্স এন্ড ট্যুরের তত্ত্বাবধায়নে ৩২ জন নারী-পুরুষ পবিত্র ওমরা হজ্জ্ব পালন করতে সৌদিআরব গেছেন।
গতকাল শুক্রবার দুপুর ২টায় চুনারুঘাট থেকে ঢাকা শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। ওই দিন রাত ১টার ফ্লাইটে সৌদি আরবের আজ শনিবার সকালে পৌঁছবেন। হজ্জ্ব যাত্রীরা প্রথমে মদিনা গিয়ে ৮ দিন আবস্থান করে পরে পবিত্র মক্কায় ওমরা করে দেশে ফিরবেন।
যাত্রাকালে উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিনসহ অনেকই।
এদিকে হজ্জ্ব যাত্রীদের নিজ দায়িত্বে তাদের সাথে সব সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতার জন্য আশরাফ ট্রাভেল্স এর সত্ত্বাধিকারী মৌলানা আলহাজ্ব মোঃ আতাহার আলী সার্বক্ষণিক সাথে রয়েছেন। এছাড়াও পূর্বের হজ্ব যাত্রীরা আশরাফ ট্রালেসের মাধ্যমে হজ্জ পালন করে সুন্দরভাবে দেশে ফিরেছেন।
আগামী মাসের ২৫ তারিখ ৪র্থ প্যাকেজে পবিত্র ওমরা হজ্জ বুকিং চলছে। ওমরা হজ্জে যেতে ইচ্ছুক যাত্রীরা খুব শীঘ্রই যোগাযোগ করুণ। যোগাযোগের ঠিকানা, মধ্যবাজার সিকান্দার মার্কেটের ২য় তলায় আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুর।
প্রয়োজনে ০১৭১১-০১২৩৭৭ মোবাইল নাম্বারের যোগাযোগ করা যেতে পারে ।
উল্লেখ্য, চুনারুঘাট তথা হবিগঞ্জের সুনামধন্য বিশ্বস্থ প্রতিষ্ঠান হিসেবে আশরাফ ট্রাভেলসের দীর্ঘ ৩৫ বছর যাবৎ অভিজ্ঞতা রয়েছে। যা সুনামের সাথে হজ্ব ও ওমরা হজ্বের সেবা প্রদান করছে আসছে। দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়ে হজ্ব যাত্রীদের সর্বত্তোম সার্ভিস দিয়ে আসছে আশরাফ ট্রাভেল এন্ড ট্যুর।